“It doesn't matter who's wrong or right …”
এই লাইন টা যে মাইকেল জ্যাকসন এর জাস্ট 'বিট ইট' গানের মধ্যে আছে এটা জানতে কয়েক বছর লেগেছে।
এর একটা উল্লেখযোগ্য কারন অবশ্য আছে, বলা যায় ছোট বেলার দিকে যখন হাতে গোনা কিছু কিছু ইংলিশ গান শুনতাম।
এই যেমন – বিট ইট, থ্রিলার, জর্জ মাইকেল এর – কেয়ারলেস হুইসপার, মডার্ন টকিং এর কয়েকটা গান, অধিকাংশই লিরিক্স একেবারে
না বুঝে শোনার দলে ছিলো।
মিউজিক তো মিউজিকই যার মজা ভাষা - সুর বা রিদম।
২০০৯ সালে ২৫ শে জুন প্রথম বারের মত, ইতিহাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটে ইন্টারনেট নিয়ে,
ওই সময়ে একবার ওই দিনের জন্য পুরো ইন্টারনেট ব্যবস্থা ভেঙ্গে পড়েছিলো শুধু মাত্র ইন্টারনেটে
একই জিনিস সার্চ এর জন্য, বর্তমানে হলে কেমন হত তা বলে কঠিন।
এমনকি গুগল এর সার্চ ইঞ্ছিন ও কিছুক্ষনের জন্য বিকল হয়, এটাকে ভাবা হয়েছিলো ভাইরাস বা ডি-ডস অ্যাটাক।
ইন্টারনেট ট্রাফিক বেড়ে গিয়েছিলো ১১% থেকে ২৫% পর্যন্ত,ওই দিন টুইটার ও ক্রাশ করেছিলো, অবাক করার বিষয়
উইকিপিডিয়ার মত সাইট চাপ নিতে না পেরে ডাউন হয়ে যায়, সেদিন পৃথিবীর ৩০০ কোটিরও বেশি মানুষ দেখেছিলো একজন মানুষের
শেষ কৃত্যানুষ্ঠান আর তিনি হলে - মাইকেল জ্যাকসন (Michael Jackson)।
আর এই উপরের সব কিছুই ঘটেছিলো মাইকেল জ্যাকসন যেদিন মারা গিয়েছিলেন।
--- ২৫ জুন ২০০৯ ---
পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন যাকে কিং অব পপ বলা হয় বা পপ গানের সম্রাট।
২৯ আগস্ট ১৯৫৮ সালে জম্ন গ্রহন করা মাইকেল জ্যাকসান মৃত্যু বরন করেন মাত্র ৫০ বছর বয়সে।
মাইকেল জ্যাকসন একটা সময় বাঁচতে চেয়েছিলেন অন্তত ১৫০ বছর; একটি অক্সিজেন চ্যাম্বার (hyperbaric oxygen chamber)
কিনেছিলেন $100,000 ডলার দিয়ে, কিছুক্ষন সময়ের জন্য সেখানে শুরে থাকতে হত শুধু আরো অনেক বছর বাঁচার আশায়।
সিডি কেনার যুগে আমি নিজেই একটা সময় মাইকেল জ্যাকসন এর গানের সিডি কিনে সাজিয়ে রাখতাম, এই সব গানের প্রতি দিন দিন একটা অন্য
রকম ভালোবাসা ও ভালোলাগা তৈরি হয়ে যাচ্ছিলো আর যতই এই মানুষটার সম্পর্কে জানা যাবে আপনি ততই পছন্দ করবেন।
১৯৮৪ সালে একবার পেপসি’র অ্যাড করতে গিয়ে মাইকেল এর মুখের বাম পাশে বেশ পুড়ে গিয়েছিলো, পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে পেপসি ১.৫ মিলিয়ন ডলার দিয়েছিলো মাইকেল জ্যাকসন কে, তিনি এই ক্ষতিপূরণের পুরো টাকাই দান করে দিয়েছিলেন একটি হসপিটাল নির্মাণের জন্য যার নাম - Michael Jackson Burn Center for Children ।
মাইকেল জ্যাকসন অবশ্যই বিশেষ কেউ গানের জগতে বিশ্বজুরে এর অনেক গুলো কারন রয়ছে যেমন - পৃথিবীর ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত গানের মালিক তিনি। শুরুটা হয়েছিলো পাঁচ ভাইকে নিয়ে যে সময়ের তার ব্যান্ড এর নাম ছিলো জ্যাকসন ফাইভ সেই সময়ের গান এখনো ইউটিইবে খুজলে পাবেন।
মিউজিক ইতিহাসে গানের সাথে ভিন্ন রকমের নাচার যে ভিন্নতা সেটা পৃথিবীব্যাপী প্রথম মাইকেল জ্যাকসানই নিয়ে এসেছিলেন এবং ছড়িয়ে দিয়েছিলেন, এর পড়ে অনেক রকম অনেক জায়গায় অনেক ভিন্নতা আসে অনেক উদ্ভাবন হয়, কিন্তু কেউ আর মাইকেল জ্যাকসান হতে পারেন নি।
তিনিই এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি গান লেখক এবং নাচের "আর এন বি" হল অফ ফেইমে যায়গা পেয়েছেন।
মিউজিক জগতের কেউ এত গুলো ক্যাটাগরিতে হল অফ ফেইমে এক সাথে নিজেকে নিয়ে যেতে পারেননি, এখন পর্যন্ত।
এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল জ্যাকসান সর্ব কালের সব চেয়ে জনপ্রিয় শিল্পী এর কারন –
- ১৩টি গ্র্যামি পুরস্কার,
- ১৩টি ১নম্বর একক সঙ্গীত
- ৩৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি, ভাবা যায় এক জন মানুষ কিভাবে এতো অর্জনের মালিক হতে পারেন।
বিশেষ করে থ্রিলার অ্যালবাম এখন পর্যন্ত ১১০ মিলিয়নের উপর বিক্রি হয়েছে যা এখন পর্যন্ত পৃথিবীর সর্বচ্চো।
এত অর্জনের মাঝে তিনি গানের মতোই ভালবেসেছেন মানুষকে, মাইকেল জ্যাকসানের দানকৃত অর্থের পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলারের এর বেশি।
মৃত্যুর ১৪ বছর পরও শিল্পীদের ভিতরে এখনো সর্বোচ্চ আয় মাইকেল জ্যাকশন এর ।
মারটিন লুথার কিং এর অন্দোলনের পরে, মাইকেল জ্যাকসান এর “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট” ( Black or White ) গানটি,
শুধুমাত্র গান দিয়েই বিশ্বব্যাপী কালো আর সাদার বিভেদের সমাধান সবার সামনে এনেছিলেন – তিনি বলেছেন খুব সুন্দর করে –
“And I told about equality,and it's true
Either you're wrong or you're right,
But, if you're thinkin' about my baby
It don't matter if you're black or white”
দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস ( They Don’t Care About Us ) কোনো না কোনো ভাবে এই গানটা পৃথিবীর যার গান শুনেন তাদের
অধিকাংশ মানুষই শুনেছেন – এই গানের দুইটা লাইন সব সময় আমার কানে বাজে –
“ But if Roosevelt was livin'
He wouldn't let this be, no, no…“
এর পরে আরেক জায়গায় বলেছেন -
“ But if Martin Luther was livin'
He wouldn't let this be …”
গানের দুই জায়গায় দুইবার বলেছেন – যদি আজ রুজভেল্ট (আমেরিকান প্রেসিডেন্ট) বেঁচে থাকতেন তিনি এটা হতে দিতেন আবার বলেছেন যদি
আজকে মার্টিন লুথার বেঁচে থাকতেন তিনি এটা হতে দিতেন না।
এই কথাটিকেই আমারা জীবনের অনেক ভাবে রিপ্লেস করে গাই বলি বা ভাবি, গানটি, মূলত তিনি অ্যালবাম হিস্টোরির তে
রেখেছিলেন যেখানে এই গানটিতে বর্ণবাদের বিরুদ্ধে এবং শক্তিশালী ব্যক্তিদের মানবাধিকার উপেক্ষা করা বন্ধ করার বিষয় তুলে ধরা হয়েছিলো।
একটা জায়গায়, জ্যাকসনের প্রতি সবাই অভিযোগ করেন যে তিনি বর্ণ বাদ, সাদা কালো এই গুলো নিয়ে এতো সক্রিয় থাকলেও তিনি তার নিজের শরীর
প্ল্যাস্টিক সার্জারি করিয়ে সাদা করিয়েছেন। আসলে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
মাইকেল জ্যাকসান ১৯৯৫ সালে জীবিত থাকা কালীনই এক ইন্টারভিউ তে
বলেছিলেন এটা এক ধরনের রোগ যার নাম ভিটিলিগো এই কারণে তার পুরো শরীর ধীরে ধীরে সাদা হয়ে গিয়েছিলো। যদিও ওই সময়ে বিষয়টি অনেকেই বিশ্বাস
করতে চায়নি বা, পরবর্তী সময়ের আরো গুজব ছড়িয়ে দেয় যে মাইকেল জ্যাকসন তার বডিতে ব্লিচ করিয়েছেন।
বিষয়টা একেবারে প্রমান হয় তার মৃত্যুর পরে জ্যাকসনের ময়নাতদন্ত যা নিশ্চিত করে তার ভিটিলিগো আছে। সেকারণে তার ত্বকে মেলানোসাইট কমে গেছে (যদিও অনুপস্থিত নয়), ত্বকের রঙ্গককরণে সক্রিয় কোষগুলি পাওয়া গেছে, এবং ধীরে ধীরে শরীরের অনেক অংশ সাদা হয়ে গিয়েছিলো।
জ্যাকসান এর কর্ম ও অর্জন নিয়ে আলোচনা বা লেখা অনেক বড় হয়ে যাবে বা শেষ করা অনেক কঠিন হয়ে যাবে, এক কথায় তিনি অন্যন্য তিনি এমন কিছু করেছেন যা অন্য কেউ করেনি এর আগে।
পরিশেষে, মাইকেল জ্যাকসন সম্পর্কে ১০ টি পয়েন্ট সংক্ষেপে তুলে ধরছি –
১- শুরুটা হয়েছিলো জ্যাকসন ফাইভ দিয়ে – তখন মাইকেল জ্যাকসন এর বয়স ছিলো মাত্র ৬,
সেই সময়ের তার কিছু পপুলার গান - "I Want You Back," "ABC," and "I'll Be There."
২- রেকর্ড ব্রেকিং অ্যালবাম বিক্রি – ১৯৮২ সালে Thriller ছিলো সব সময়ের জন্য বেস্ট সেলিং গানের অ্যালবাম যা ৬৬ মিলিয়নের ও বেশি।
এটি 1984 সালে আটটি গ্র্যামি পুরস্কার জিতেছে।
৩- উদ্ভাবনী মিউজিক ভিডিও: গানের সাথে মিউজিক ভিডিও এর এক দারুন ও নতুন ধারণা নিয়ে আসেন মাইকেল জ্যাকসন।
৪- মুন ওয়াক নামের নতুন এক নাচ নিয়ে আসেন ১৯৮৩ সালে Billie Jean গানের মাধ্যমে, যা সব সময়ই একটি বিস্ময় হয়ে ছিলো।
৫- ফিলান্থ্রিপিস্ট বা মানব প্রেম – মানুষের প্রতি ভালবাসা তাকে অনন্য করেছে। তিনি মিলিয়ন মিলিয়িন ডলার দান করে গিয়েছেন, মানব কল্যানে।
৬- গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: "থ্রিলার" এর জন্য "সর্বকালের সবচেয়ে সফল মিউজিশিয়ান" এবং "সবচেয়ে সফল মিউজিক ভিডিও"
সহ অসংখ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে।
৭- মাইকেল জ্যাকসন প্রচুর বই পড়তে ভালোবাসতেন, একবার লাস ভেগাসের একটি বইয়ের দোকান দেখে তার খুব পছন্দ হওয়ায় সেটি কিনে
নিয়েছিলেন এক লাখ ডলারের বিনিময়ে।
৮- ব্যাক্তি জীবনে মাইকেল খুবই নিঃসঙ্গ ছিলেন। সাধরনত তেমন কারো সাথে মিশতেন না। এবং এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।
৯ – পৃথিবীর বড় সংখ্যক মাইকেলের ফ্যান এখনো বিশ্বাস করেননা যে তিনি মারা গিয়েছেন।
১০- মাইকেল জ্যাকসন তার জীবনের সর্ব শেষ যে গান টি গেয়েছিলেন সেটি ছিলো – Earth Song “
এবং সর্বশেষ যে গানটি তিনি রেকর্ড করেছিলেন সেটি হলো – “Best of Joy”।
দুইটি গানের ই দুই লাইন করে এখানে দেয়া হলো –
Earth Song –
What about sunrise?
What about rain?
What about all the things
That you said we were to gain?
Best of Joy -
I am your joy
Your best of joy
I am the moonlight
You are the spring
Our life's a sacred thing
You know I always will love you
I am forever
আরেকটি গান Heal the World এর এই লাইন টা বলে শেষ করছি –
Heal the world
Make it a better place………।।
মাইকেল জ্যাকসন থেকে আমরা যত কিছু উপভোগ করেছি, সেখান থেকে আসলে আমরা কিছুই শিক্ষা গ্রহন করিনি। এটা আমদের সমস্যা।
মাইকেল জ্যাকসন কে ভালোবাসি, তিনি অবশ্যই বেঁচে আছেন আমাদেরই মাঝে।
ভালো থাকুন।
“It doesn't matter who's wrong or right …”
It took me years to realize that this line is from Michael Jackson's song "Beat It."
There is a significant reason for this, particularly in childhood when I listened to a few English songs.
Such as – Beat It, Thriller, George Michael's – Careless Whisper, a few songs by Modern Talking, most of which I didn't understand the lyrics of.
Music is music, its language is melody or rhythm.
On June 25, 2009, for the first time in history, the entire internet system crashed just because of everyone searching the same thing on the internet.
It is hard to imagine what it would be like today.
Even Google's search engine malfunctioned for a while, thinking it was a virus attack and was shut down for some time.
Internet traffic increased from 11% to 25%, Twitter crashed that day too, and astonishingly, even a site like Wikipedia couldn't handle the load and went down.
On that day, more than 3 billion people watched a person's funeral ceremony and he was - Michael Jackson.
All this happened on the day Michael Jackson died.
--- June 25, 2009 ---
Full name Michael Joseph Jackson, known as the King of Pop. Born on August 29, 1958, Michael Jackson died at the age of just 50 years.
At one point, Michael Jackson wanted to live at least 15 years longer, so he bought an oxygen chamber (hyperbaric oxygen chamber) for $100,000,
where he would stay for some time hoping to live longer.
At one point, I used to buy and arrange Michael Jackson's CDs, developing a special love and fondness for these songs.
The more you know about this person, the more you will like him.
In 1984, while making a Pepsi ad, Michael got severely burned on the left side of his face. Later, he was given $1.5 million as compensation, which he donated entirely to build a hospital named - Michael Jackson Burn Center for Children.
Michael Jackson is undoubtedly someone special in the music world for many reasons, such as being the owner of the most popular and best-selling songs in history. It started with his five brothers in the band Jackson Five. Songs from that time are still available on YouTube.
Michael Jackson spread the unique style of dancing with music worldwide. Many variations and innovations have come since then, but no one has become Michael Jackson.
He is the only person in the world who has been inducted into the "R&B" Hall of Fame for both songwriting and dancing. No one else in the music world has been inducted into so many categories in the Hall of Fame.
According to Guinness World Records, Michael Jackson is the most popular artist of all time because of -
13 Grammy Awards,
13 number-one solo songs
Over 350 million albums sold. Can you imagine how one person can achieve so much?
Especially the Thriller album, which has sold over 110 million copies, the highest ever.
Despite such achievements, Michael Jackson loved people as much as he loved music, donating over 50 million dollars to charity.
Even 14 years after his death, Michael Jackson is still the highest-earning artist.
After Martin Luther King's movement, Michael Jackson's song "Black or White" addressed racial division worldwide beautifully:
“And I told about equality, and it's true
Either you're wrong or you're right,
But, if you're thinkin' about my baby
It don't matter if you're black or white”
Many people around the world have heard the song "They Don’t Care About Us".
These two lines always echo in my ears –
“ But if Roosevelt was livin'
He wouldn't let this be, no, no…“
“ But if Martin Luther was livin'
He wouldn't let this be …”
In these lines, Jackson says that if Roosevelt (American President) were alive, he would not let this happen, and if Martin Luther were alive, he would not let this happen either. We often replace these lines in many ways in our lives. The song was included in his album "HIStory" where it addressed racial issues and the neglect of human rights by powerful individuals.
Many accuse Jackson of being active against racial issues while whitening his own body through plastic surgery. This accusation is completely false. In a 1995 interview, Jackson stated that he had a disease called vitiligo, which caused his skin to gradually turn white. Although many did not believe it at the time, rumors later spread that Jackson bleached his body.
The matter was proven after his death when Jackson's autopsy confirmed he had vitiligo. The number of melanocytes (active cells responsible for skin pigmentation) decreased, and many parts of his body gradually turned white.
Discussing or writing about Jackson's work and achievements can become very lengthy or difficult to conclude. In short, he was unique and did things that no one else did.
In conclusion, here are 10 brief points about Michael Jackson:
1- He started with Jackson Five at the age of just 6, with some popular songs from that time being "I Want You Back," "ABC," and "I'll Be There."
2- Record-breaking album sales – The 1982 album Thriller is the best-selling album of all time with over 66 million copies sold.
It won eight Grammy Awards in 1984.
3- Innovative Music Videos: Michael Jackson brought a wonderful and new concept of music videos.
4- He introduced the Moonwalk dance move in 1983 with the song "Billie Jean," which remains a marvel.
5- Philanthropy: His love for humanity made him unique. He donated millions of dollars for humanitarian causes.
6- Guinness World Records: He holds numerous Guinness World Records, including "Most Successful Entertainer of All Time" and "Most Successful Music Video" for "Thriller."
7- Michael Jackson loved reading books. Once he liked a bookstore in Las Vegas so much that he bought it for a hundred thousand dollars.
8- In his personal life, Michael was very lonely, usually not mingling much with others and living a chaotic lifestyle.
9- Many of Michael's fans still do not believe he is dead.
10- The last song Michael Jackson performed was "Earth Song" and the last song he recorded was "Best of Joy".
Here are two lines from each of these two songs:
Earth Song –
What about sunrise?
What about rain?
What about all the things
That you said we were to gain?
Best of Joy -
I am your joy
Your best of joy
I am the moonlight
You are the spring
Our life's a sacred thing
You know I always will love you
I am forever
Ending with a line from the song Heal the World –
Heal the world
Make it a better place………।।
We have enjoyed so much from Michael Jackson, but we haven't learned anything from it. That's our problem.
We love Michael Jackson, he is undoubtedly alive among us.
Stay well.
এই লেখার উৎসাহ ও লেখককে সম্মান জানাতে সম্মানী পাঠাতে পারেন -
(ইহা একটি স্বতঃস্ফূর্ত লেখার মুভমেন্ট’ যা প্রতিটি লেখাকে সম্মান জানায়।)
বিকাশ বা নগদ নাম্বর দেখতে এখানে ক্লিক করুন - ...
বিকাশ নগদ: 01711-431019